টমেটোর নাবী ধ্বসা রোগ চাষিদের জন্য বড় এক সমস্যা। এই সমস্যা প্রতিরোধে কী করবেন, কী সার ব্যবহার করবেন—সব জানতে পড়ুন আমাদের সম্পূর্ণ গাইড।

রোগ পরিচিতি:
Phytophthora infestans নামক জীবাণুর কারণে এই রোগ হয়। রোগাক্রান্ত টমেটো গাছের পরিত্যাক্ত অংশ, আক্রান্ত বীজ, বাতাস, বৃষ্টি ও সেচের পানির মাধ্যমে ছত্রাকের অনুবীজ সুস্থ গাছে ছড়ায়। যদি ৭-১০ দিনের বেশি সময় ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা ঘন কুয়াশা পড়ে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে তাহলে টমেটো ক্ষেতে এই মড়ক রোগ লাগার সম্ভাবনা বেশি থাকে।
রোগের লক্ষণ:
প্রাথমিক অবস্থায় পাতার উপর ফ্যাকাশে অথবা ফিকে সবুজ রংয়ের গোলাকার অথবা এলোমেলো পানি ভেজা দাগ পড়ে। এ সমস্ত দাগ বাদামী থেকে কালচে রং থারণ করে। আক্রান্ত হয়ে গাছগুলো দেখতে পুড়ে যাবার মত মনে হয়। আক্রান্ত পাতার নিচে সাদা রংয়ের ছাতা (ছত্রাকজালি) পড়ে থাকতে দেখা যায়। আক্রান্ত পাতা, কান্ডে ও ফলে তুলার মত আবরণ দেখা যায়।পাতা, গাছের কান্ড, ডালপালাএবং ফল পোড়া পোড়া হয়ে সমস্ত ফসল অতি গ্রুত পচে যায়। এ ক্ষেত্রে কোন প্রকার ফলন পাওয়া যায় না।

সমন্বিত বালাই ব্যবস্থাপনা:
- রোগমুক্ত এলাকা হতে সুস্থ বীজ সংগ্রহ করতে হবে এবং সুস্থ চারা লাগাতে হবে।
- পরিচিত ও সময়মত সার এবং সেচ প্রয়োগ করতে হবে।
- আকাশ মেঘাচ্ছন্ন অথবা ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি ৩-৪ দিনের বেশি চলতে থাকলে দেরী না করে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি মেশিন (১০ লিটার) পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে ১ম বার স্প্রে করার ৩ দিন পর ২য় বার স্প্রে করতে হবে। এরপর ৭ দিন পর ৩য় বার স্প্রে করতে হবে।
- আক্রান্ত ফসল সম্পূর্ণ পুড়িয়ে ধ্বংস করে ফেলতে হবে।