টমেটোর ফল ছিদ্রকারী পোকা ফসলের মারাত্মক ক্ষতি করে। এই ব্লগে জেনে নিন কীভাবে এদের আক্রমণ চিহ্নিত ও দমন করবেন।

ফল ছিদ্রকারী পোকা কীভাবে টমেটো নষ্ট করে? জেনে নিন করণীয়

পোকা পরিচিতি:

টমেটো বাংলাদেশের একটি অন‌্যতম সবজি। ফল ছিদ্রকারী পোকা টমেটোর অন‌্যতম এক ক্ষতিকর পোকা। এর বৈজ্ঞানিক নাম Helicoverpa armigera পূর্ণাঙ্গ মথ দেখতে বাদামী হলুদ রঙের এবং দেহ স্থুলকায়। পূর্ণবয়ষ্ক কীড়া ৪০-৪৮ মি.মি. লম্বা। সাধারণত এরা সবুজ রঙের ও লম্বাকৃতির ছাই রঙের লম্বা দাগ আছে। পুত্তলী গাঢ় বাদামী ও দেহের পিছনের অংশে আধা ইঞ্চি লম্বাকৃতির দুইটি ধারালো কাটা আছে। এরা দিনের বেলায় তৎপর থাকে তবে সাধারণত সন্ধ‌্যার শুরুতে বেশি তৎপর দেখা যায়। কীড়া ১৪-১৬ দিনের মধ‌্যে পুত্তলীতে পরিণত হয়। সাধারণত ৪-৮ সে.মি. মাটির গভীরে পুত্তলী সম্পন্ন হয় এবং ১০-২৫ দিনের পুত্তলী পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। প্রায় এক মাসে এদের জীবন চক্র সম্পন্ন হয়। 

ক্ষতির প্রকৃতি: 

স্ত্রী পোকা পাতার উপরে ও ফুলের মধ‌্যে ডিম পাড়ে। এক একটি স্ত্রী পোকা 500 টি পর্যন্ত ডিম দিতে পারে। ডিম ফুটে কীড়া বের হয়। এ পোকার কীড়াগুলো ফল আসার আগে বিশেষ করে গাছের পাতা ও কচি ডগা খেয়ে বড় হয়। ফল আসার পরে এই পোকার কীড়াগুলি বেড়ে ওো ফলের ভিতর ঢুকে শাঁস ও বীজ খেয়ে থাকে। একটি কীড়া একাধিক ফল নষ্ট করে। 

ফল ছিদ্রকারী পোকা কীভাবে টমেটো নষ্ট করে? জেনে নিন করণীয়

সমন্বিত বালাই ব‌্যবস্থাপনা: 

  • প্রতিদিন পোকাসহ আক্রান্ত পাতা, ফল সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে। 
  • গাছের নিচে ঝরে পড়া পাতা, ফুল ও ফল সংগ্রহ করে মাটিতে পুতে ফেলতে হবে। 
  • ফেরোমন ফাঁদ ব‌্যবহার করে পুরুষ মথকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। প্রতি ১ বিঘা জমিতে ১৫ টি ফেরোমন ফাঁদ ব‌্যবহার করা যায়। 
  • আলোর ফাঁদ ব‌্যবহার করে উক্ত পোকার পূর্ণাঙ্গ মথ মেরে ফেলার ব‌্যবস্থা করতে হবে। 
  • ক্ষেতে পতঙ্গভুক পাখি বসার ব‌্যবস্থা করতে হবে। 
  • আক্রমণ তীব্র হলে ফ্লুবানডায়ামাইড গ্রুপের কীটনাশক যেমন বেল্ট ২৪ ডব্লিউ জি ০.৪ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক সিমবুশ ১ মি.লি. প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা ইমামেকটিন বেনজোয়েট গ্রুপের (প্রোক্লেম/এরোস্টার/ইমাকোর) প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
0 CommentsClose Comments

Leave a comment