গমের বীজে সংরক্ষণকালীন ছত্রাক ও কীটনাশক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে পড়ুন আমাদের এই প্রতিবেদন।
রোগরে কারণ:
- সংরক্ষণকালীন সময়ে গম ফষলের বীজে প্রধানত Aspertgillus ও Penicillium নামক ছত্রাক দুইটির বিভিন্ন প্রজাতির সংক্রমন দেখা যায়।
- ত্রুটিপূর্ণ সংলক্ষণের কারণে গম ও অন্যান্য ফসলের বীজ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। ফলে বীজ অঙ্কুরোদগমের ক্ষমতা হারিয়ে ফেলে বা সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যেতে পারে।

দমন ব্যবস্থাপনা:
- সংরক্ষণের পূর্বে বীজ ভালোভাবে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে (বীজের আর্দ্রতা ১২% বা তার কম)।
- ছিদ্রবিহীন পাত্রে ঠান্ডা জায়গায় বীজ সংরক্ষণ করতে হবে।
- দীর্ঘমেয়াদি সংরক্ষণের কম তাপমাত্রা ও কম আর্দ্রতা বজায় রাখতে হবে।