গমের শীষ ব্লাইট রোগ গম চাষে একটি মারাত্মক রোগ। এই ব্লগে এর লক্ষণ, কারণ, ও নিয়ন্ত্রণ পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রোগের কারণ: Bipolaris sorokiniana নামক বীজবাহিত ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
বিস্তার: শীষ বের হওয়ার সময় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এ রোগের আক্রমণ হয়।
রোগের লক্ষণ:
- সাধারণত শীষের একটি বা দুইটি স্পাইকলেটে আক্রমণ করে।
- আক্রান্ত স্পাইকলেট পরবর্তীতের কালো রং ধারণ করে।
- আক্রমণের মাত্রা বেশি হলে স্পাইকলেটের ভিতর দানা গঠন হয়না বা দানা শূন্য হয়।
দমন ব্যবস্থাপনা:
- উপযুক্ত সময় (১৫-৩০ নভেম্বর) এর মধ্যে বীজ বপন করা।
- বীজ বপনের পূর্বে কার্বোক্সিন (১৭.৫%) + থিরাম (১৭.৫% ) দগ্রুপের ছত্রাকনাশক দিয়ে যেমন: প্রোভ্যাক্স-২০০ ডব্লিউপি (৩গ্রাম/কেজি) দিয়ে বীজ শোধন করা।
- শীষ বের হওয়ার সময় একবার এবঙ দুই সপ্তাহ পর আরও একবার প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন; টিল্ট- ২৫০ ইসি অথবা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ফলিুর ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে।