গমের পাতায় মরিচা রোগ গমের উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। এই ব্লগে জানুন এর কারণ, চেনার উপায়, প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর বালাইনাশক ব্যবহারের সঠিক কৌশল।

রোগের কারন: এ রোগটি Puccinia triticina নামক বায়ুবাহিত ছত্রাক দ্বারা হয়ে থাকে।
রোগের লক্ষণ:
- আক্রান্ত গাছে পাতার উপর মরিচার ন্যায় বাদামী রং এর ফোস্কা দেখা যায়।
- হাত দিয়ে স্পর্শ করলে হাতে বাদামী রং লেগে যায়।
- আক্রমণের মাত্রা বেশী হলে আক্রান্ত পাতাগুলো দ্রুত শুকিয়ে যায়।

দমন ব্যবস্থাপনা:
- রোগ প্রতিরোধী জাত (যেমন: বারি গম- ২৫, ২৭,২৮,২৯,৩০,৩১ এবং ৩২) চাষ করা।
- উপযুক্ত সময়ে (১৫-৩০) নভেম্বর এর মধ্যে বীজ বপন করা।
- রোগের আক্রমণ দেখা গেলে প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন-টিল্ট ২৫০ইসি অথবা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ফলিকুর ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে একবার এবঙ প্রয়োজন হলে ২ সপ্তাহ পর আরও একবার গাছে স্প্রে করতে হবে।