গমের পাতা ঝলসানো রোগ গমের উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। এই রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার সম্পর্কে জানুন এবং কীভাবে আগাম প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় তা শিখুন।

রোগের কারণ: Bipolaris sorokiniana নামক বীজ বাহিত ছত্রাকের আক্রমণে এ রোগটি হয়।  

রোগের বিস্তার: উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এ রোগের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।  

লক্ষণ: 

  • চারা অবস্থায় আক্রমণের শুরুতেই সাধারণত পাতায় ছোট ছোট ডিম্বকৃরি বাদমী দাগ দেখা যায়।  
  • গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে রোগ উপরের পাতায় ছড়াতে থাকে এবং পাতা শুকিয়ে যায়।   
  • দূর থেকে পাতাগুলো আগুনে পোড়া বা ঝসানোর মত দেখায়।   

দমন ব্যবস্থাপনা:

  • রোগ সহনশীল জাত যেমন: বারি গম ২৫, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ এবং বারি গম ৩২ চাষ করা।  
  • উপযুক্ত সময়ে বীজ বপন করা (১৫-৩০) নভেম্বর এর মধ্যে।  
  • বীজ বপনের পূর্বে কার্বোক্সিন (১৭.৫%) + থিরাম (১৭.৫%) গ্রুপের ছত্রাকনাশক দিয়ে যেমন: প্রোভ্যক্স-২০০ ডব্লিউপি (৩গ্রাম/কেজি) অথবা ভিটাফ্লো এফ এফ (৩ মিলি/কেজি) দিয়ে বীজ শোধন করে তারপর বীজ বপন করা।  
  • আগাছা দমন করা নিয়মিত।  
  • পরিমিত পরিমান সার ও সেচ দেয়া।  
  • শীষ বের হওয়ার সময় একবার এবং দুই সপ্তাহ পর আরও একবার প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশ যেমন- টিল্ট ২৫০ ইসি অথবা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ফলিকুর ২৫০ইসি প্রতি লিটার পানিতে ০.৫মিলি হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে।  
0 CommentsClose Comments

Leave a comment